ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
আমিরাতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুবাই কেজিএন রেস্টুরেন্ট হল রুমে এ আলোচনা সভার আয়োজন করে দুবাই আওয়ামী লীগ ও দুবাই আওয়ামী যুবলীগ।



দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ আল মামুন সরকার।

দুবাই আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক এস. এম নিজাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল হোসেন, দুবাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাকিব রাদিতুল্লাহ বাহার, দুবাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার হামিদ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে রাষ্ট্রের জন্ম হতো না। তাই বঙ্গবন্ধুর সফল অর্জনগুলোকে সামনে রেখে দেশ গঠনে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নে আমাদের শিশুদেরকে আগামী দিনের জন্য দেশের যোগ্য কাণ্ডারী রূপে গড়ে তুলতে হবে।

সভা শেষে দুবাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতারা মিলে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান শেষ করে।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ