ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে "স্বাধীনতায় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ মার্চ) রেড চিলি হোটেল হল রুমে মোসাফফাহ বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজিম।

সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, ইকবাল হোসেন বাদল, আজীম সিকদার, খোরশেদ আলমসহ আরো অনেকে।

বক্তরা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এই নৈরাজ্য করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে তারা।

দেশের উন্নয়নে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করে আসছে। এ সময় পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যার হুকুমদাতা হিসেবে খালেদা জিয়াকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের নেতারা।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ