ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বিএনপির আলোচনা সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
আমিরাতে বিএনপির আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপির সভাপতি জাকের হোসেন খতিব। প্রধান অতিথি ছিলেন-আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন- বিএনপি নেতা হাজী সোলাইমান, আমিনুল ইসলাম টিপু, সরোয়ার আলম ভ‍ুট্টু, নুরুল হুদা বাবুল প্রমুখ।

পরে দেশ-জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ