ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

সালাউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কাতারে আলোচনা সভা

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
সালাউদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কাতারে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আলোচনা সভা করেছে কাতারের কক্সবাজার পেকুয়া যুবদল।

শুক্রবার (০৩ এপ্রিল) রাতে দোহা সিটির নাজমা বৈশাখী হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।



সাংগঠনটির আহ্বায়ক আকতার আহমেদের সভাপতিত্বে ও এস এম রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কাতার শাখার ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক শরিফুল হক সাজু।

সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনায়েম রুবেল, যুগ্ম আহ্বায়ক আবদুল আল মোবাসের মানিক, বিএনপি কাতার শাখার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, বিএনপি কাতার শাখার নেতা ফারুক হোসেন, সদস্য তোহিদুল ইসলাম, ওমর ফারুক, আনছার কামাল, মো. মনির, গিয়াসউদ্দিন, ইউনুছ, মফিজুল হক, জোনাইদ, এরফান প্রম‍ুখ।

অনুষ্ঠানে বক্তারা সালাউদ্দিন আহমেদকে অবিলম্বে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ