ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলাদেশ সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
আমিরাতে বাংলাদেশ সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও প্রবাসী শিল্পীদের নিয়ে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।  

শারজাহ আল হুদায়বিয়া হোটেল হল রুমে সম্প্রতি এই মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত জনতা ব্যাংকের সিইউ মোহাম্মদ ইসমাঈল হোসেন।



সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদের সঞ্চালনায় সমিতির সভাপতি আলহাজ শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার কুমিললা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বিমানের রিজিউনাল ম্যানেজার মোহাম্মদ শামসুল করিম, বিমানের স্টেশন ম্যানেজার কলিলুর রহমান সহ আরও অনেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী নুর মোহাম্মদ, ইয়াসমিন শামসুদ্দিন, তিশা গোমেজ ও শিল্পী বকুল ও তার দল।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ