ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

খালেদার গাড়ি বহরে হামলায় আবুধাবি বিএনপির প্রতিবাদ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
খালেদার গাড়ি বহরে হামলায় আবুধাবি বিএনপির প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সভা করেছেন আবুধাবি বিএনপি।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় শাপলা হোটেলে আবুধাবি বিএনপির সভাপতি জাকের হোসেন খতিবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অথিতি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার।



যারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সভার বক্তারা।

আবধাবি বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মোসাফফাহ বিএনপির সভাপতি রুহুল আমীন।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম টিপু, সরোয়ার আলম ভূট্টু, হাজী সোলাইমান, নুরুল হুদা বাবুল, জাবেদ হোসেন, একবাল হোসেন, নজরুল ইসলাম, মনছুর আলম, ইমামা হোসেন ইমন, মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ