ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ্: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫জুন’২০১৫) শারজাহ বায়তি হোটেল হল রুমে শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আহমদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্স্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কন্স্যাল জেনারেল মাসুদুর রহমান।



শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবু তাহের ভুইঞার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মাশিয়াল কাউন্সিলর ড. রফিক আহাম্মদ ও ভাইস কন্স্যাল জেনারেল কিরিটি চাকমা, পরিষদের প্রধান প্রকৌশলী আবু জাফর চৌধুরী, মুহাম্মদ আকরাম, আব্দুল আলীম, প্রকৌশলী জিল্লুর রহমান, নুরুল ইসলাম, আমির হোসেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন নুরুল আবছার, আরসাদ হোসেন হীরু, প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ ও বৃহত্তর প্রবাসী চট্টগ্রাম সমিতির যুগ্ম আহবায়ক মুহাম্মদ ওসমান।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন হাফেজ শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ