ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
আমিরাতে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: পবিত্র মাহে রমজান উপলক্ষে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শারজাহ আল হুদাইবিয়া হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্স্যুলেটের কর্মাশিয়াল কাউন্সিলর ড. রফিক।

বৃহস্পতিবার (০২ জুলাই) এ ইফতারের আয়োজন করা হয়।

আবুল কাশেমের সঞ্চালনায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কন্স্যুলেটের শ্রম সচিব মুহাম্মদ মিজানুর রহমান।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম.এ.ছবুর, সেলিম উদ্দিন চৌধুরী, সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর, সচিব আবু সুফিয়ান প্রমুখ।

উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি হাফেজ আব্দুল হক, বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আব্দুল সালাম, বাংলাদেশ কমিউনিটি নেতা আমির হোসেন, আরশাদ হোসেন হীরু, আহাম্মদ আলী জাহাঙ্গীর, লেখক আবুল কালাম আজাদ, এস.এ.মনির, হাজী শফিকুল ইসলামসহ স্থানীয় সর্বস্তরের বাঙালি প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫ 
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ