ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাই বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
দুবাই বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুবাইয়ের কেজিএন রেস্টুরেন্টের হলরুমে সম্প্রতি এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্স্যুলেটের শ্রমসচিব মিজানুর রহমান।



সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখার হোসেন বাবুল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম.এ.ছবুর, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

সংগঠনের সিনিয়র সভাপতি জসিম উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.এম.আবদুল্লাহ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সভাপতি ইমরাত হোসেন ইমু, সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মঈন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ ইউছুপ, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মঈন বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক এস.এ.মনির, কোরান তেলোয়াত করেন সহধর্ম বিষয়ক সম্পাদক মাহাবুব আলম, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ভান্ডারী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- শৈবাল বড়ুয়া, মুহাম্মদ মোছলেহ উদ্দিন, শাহজাহান চৌধুরী, মুহাম্মদ শফি ও ইয়াছির আরাফাত।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ