ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে স্থানীয়দের সম্মানে ইফতার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আমিরাতে স্থানীয়দের সম্মানে ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং রাস আল খাইমাহ (আরএকে) ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের যৌথ আয়োজনে বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী ও স্থানীয়দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের (অঙ্গ প্রতিষ্ঠান) সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই, উত্তর আমিরাতের কনসাল জেনারেল মাসুদুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মুছার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লেবার প্রথম সচিব এ কে এম মিজানুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ মোহাম্মদ সমার।

এতে বক্তব্য রাখেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আশরাফ উদ্দীন, জসিম উদ্দীন, অধ্যক্ষ হাবিবুর রহমান, সাহাব উদ্দীনসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ