ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আওয়ামী যুবলীগের ইফতার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আমিরাতে আওয়ামী যুবলীগের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।



সংগঠনের সাধারণ সম্পাদক এসএম নিজামের সঞ্চালনায় ও সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাত যুবলীগ সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দুবাই আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, আবুধাবী আওয়ামী লীগ সভাপতি শহিদ উল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল, এহসান, আবুল হোসেন, মাসুদ, ফাহাদ আলী, রাশেদ, শাহাবউদ্দীন, তাজউদ্দীন, সুবাস চৌধুরী , বশির ভূইয়া, রাসেল, মানু, কালাম ভূইয়া, এনাম, হেজাজ, ভূট্টো প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ