ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আমিরাতে বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) আবুধাবির হোটেল সেন্ট মেরিন’র বল রুমে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এরশাদুল হক।

আনির রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কম্যুনিটি নেতা ও আমিরাত বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্টপোষক মোহাম্মদ ছালেহ। প্রধান বক্তা ছিলেন চাকসুর সাবেক জিএস শিক্ষাবিদ ড. জমির চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, সংগঠনের উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো, আমিরাত আকতারউজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের আহ্বায়ক আইয়ুব আলী, প্রজন্ম বঙ্গবন্ধু এর সভাপতি এস এম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাঈন উদ্দীন, জসীম উদ্দিন, মোহাম্মেদ জসীম, সৈয়দ মোহাম্মেদ মঞ্জু, নুর হোসেন, মোহাম্মেদ বাবুল, মোহাম্মদ ইসমাইল, আজিজুর রহমান চৌধুরি, মোহাম্মেদ আলী, মোহাম্মেদ আলমগির নিলয়, সুমন ভূঁইয়া, আমিরাত বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মেদ মুরশেদুল আলম নয়নসহ অন্যরা।  

এতে আরও উপস্থিত ছিলেন আমিরাত বঙ্গমাতা পরিষদের নেতা-কর্মী-সমর্থক ও প্রজন্ম বঙ্গবন্ধু এবং আকতারউজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন’র নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ