ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মোহাম্মদ সোলাইমান

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

ঈদের ছুটিতে শারজাহ থেকে আল আইন যাওয়ার পথে রাস আল খাইমাহ রোডে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ স্থানীয় একটি  হাসপাতালে রাখা হয়েছে। দেশে ফেরতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, নিহত মোহাম্মদ সোলাইমান চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর মুহুরীহাট বটতলের আবদুল হাফেজের তৃতীয় সন্তান।

এ বিষয়ে দুবাই কনস্যুলেটের লেবার কনসাল এএসএম জাকির হোসেনের কাছে জানতে চাইলে বাংলানিউজকে তিনি বলেন, এখন পর্যন্ত এ দুর্ঘটনার বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি, তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ