ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাত আ.লীগ সেক্রেটারি আব্দুল্লাহর মৃত্যুতে শোকসভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আমিরাত আ.লীগ সেক্রেটারি আব্দুল্লাহর মৃত্যুতে শোকসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: আমিরাত আওয়ামী লীগ ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহর মৃত্যুতে দুবাই আওয়ামী লীগ আবির শাখার উদ্দ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুবাই আবির সবজি মার্কেট বিঅ্যান্ডবি হোটেল হলরুমে আনিসুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মনোয়ার হোসেন।

 

সাধারণ সম্পাদক ইকবাল আহমেদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমেদ রুমেল, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, দুবাই আওয়ামী লীগ আবির শাখার উপদেষ্টা মুজিবুর রহমান, দুবাই আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন টুটুল, আল আইন মহানগর আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন আনু, দুবাই আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন ভুইয়া, জুনেদ আহমদ, যুগ্ম সম্পাদক সারোয়ার মহুরী, সোহরাব হোসেন, মামুন আহমেদ, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ঘোষ, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর খোকন, দুবাই আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আবির আওয়ামী লীগের উপদেষ্টা ইসলাম উদ্দিন, আলাউদ্দিন ও আবির আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ