ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে চট্টগ্রাম সমিতির উদ্যোগে মিলাদুন্নবী উদযাপিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
আমিরাতে চট্টগ্রাম সমিতির উদ্যোগে মিলাদুন্নবী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বৃহত্তর চট্রগ্রাম সমিতির উদ্যোগে শারজাহতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

সম্প্রতি শারজাহতে আল হুদাবিয়া রেস্টুরেন্টের সামনের মাঠে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্রগ্রাম সমিতির কার্যকরী পরিষদের সভাপতি আরশাদ হোসেন হিরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের ভারপ্রাপ্ত কনস্যাল জেনারেল ড. এ. কে. এম রফিক আহম্মদ।

আবুল কাশেম ও প্রকৌশলী মোর্শেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব কৃর্তী চাকমা, বৃহত্তর চট্রগ্রাম সমিতির প্রধান উপদেষ্টা প্রকৌশলী মুহাম্মদ আবু জাফর চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর।  

বক্তব্য রাখেন, মুহাম্মদ আমির হোসেন, এস এম নুরুল ইসলাম, মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নুর নবী রওশন, এস এম ইদ্রিস, মুহাম্মদ শাহাদাৎ হোসেন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জসিম উদ্দিন, আবু সুফিয়ান, মুহাম্মদ মুসলেহ উদ্দিন, আবু তাহের ভুঁইয়া, ওহিদুল মুস্তাফা, খোরশেদ মোবারাক, মাওলানা আব্দুর শুক্কুর, এস এম দিদার প্রমুখ।  

মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোলাইমান আনসারি।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ