ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

সাংবাদিক মাহমুদুল হকের স্মরণে আমিরাতে দোয়া মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সাংবাদিক মাহমুদুল হকের স্মরণে আমিরাতে দোয়া মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সাংবাদিক এম এস মাহমুদুল হকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আমিরাত বাঁধন থিয়েটারের আয়োজনে শারজাহ আল হুদাইবিয়াহ রেস্টুরেন্ট হল রুমে এ  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



দুবাই বাধঁন থিয়েটারের সহযোগিতা সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ  কনস্যুলেট দুবাইয়ের কাউন্সিলর ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর।  

দুবাই বাঁধন থিয়েটারের সাধারণ সম্পাদক জহুরুল হোসাইন সাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশিষ্ট উপস্থাপক নাজমুল হক, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং রাস আল খাইমাহ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাধারণ সম্পাদক এম এ মুছা, আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রবাস) সাবেক অর্থ সম্পাদক সৈয়দ খোরশেদুল আলম, আমিরাতে প্রকাশিত সাপ্তাহিক দেশের খবরের সম্পাদক এনাম পাশা, সহযোগী সম্পাদক মশিউল আলম, বাংলাভিশনের দুবাই প্রতিনিধি ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ চৌধুরী, ক্যামেরাপারসন গিয়াস উদ্দীন সিকদার, বাংলাদেশ বিজনেজ কাউন্সিলের সহ-সভাপতি আয়ুব আলী বাবুল, মাই টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, আমিরাত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি নওশের আলী, বিশিষ্ঠ সংগঠক কাজী মোহাম্মদ আলী প্রমুখ।

এছাড়া আমিরাতে বিভিন্ন প্রবাসী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।   

এম এস মাহমুদুল হক সংযুক্ত আরব আমিরাতের অন্যতম নাট্য সংগঠন বাঁধন থিয়েটারের সভাপতি, আমিরাতে প্রকাশিত সাপ্তাহিক দেশের খবর, মাসিক বাংলা এক্সপ্রেসের চিফ রিপোর্টার ও প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সদস্য ছিলেন। শুক্রবার (১ জানুয়ারি) ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমিরাতের রাস আল খাইমা প্রদেশের সাইফ বিন গুবাস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ