ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
আমিরাতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বিএনপির প্রচার সম্পাদক মনছুর আলমের ছোট বোনের অকাল মৃত্যু, আন্দোলন সংগ্রামে বাংলাদেশে বিএনপির নেতাকর্মী আহত-নিহতদের স্মরণে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) স্থানীয় আবুধাবি রেস্টুরেন্ট হলরুমে আবুধাবি বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচলা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কমিশনার মঞ্জুরুল ইসলাম মঞ্জু।


 
আবদুল আলিম সাইফুলের সঞ্চালনায় আবুধাবি বিএনপির সভাপতি জাকির হোসেন খতিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোসাফফাহ বিএনপির সভাপতি রুহুল আমিন, আবদুল কুদ্দুস খালেদ, সরওয়ার আলম ভুট্টো, মো. জাবেদ, নুরুল হুদা বাবুল, মনছুর আলমসহ আরও অনেকে।

পরে দেশ, জাতি ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ