ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাই কনস্যুলেটে সাংবাদিক মাহমুদুল হকের স্মরণে বিশেষ দোয়া

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
দুবাই কনস্যুলেটে সাংবাদিক মাহমুদুল হকের স্মরণে বিশেষ দোয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের হল রুমে আমিরাত বাঁধন থিয়েটারের সভাপতি প্রবাসী সাংবাদিক মরহুম এম এস মাহমুদুল হকের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় দুবাই বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের ভারপ্রাপ্ত কনস্যাল জেনারেল ড. এ. কে. এম রফিক আহম্মদ।

 

আরও উপস্থিত ছিলেন, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কাউন্সিলর ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর ও লেবার কাউন্সিলর এ এস এম জাকির হোসেন।

এছাড়া প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটির নেতারাও উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব পাগল কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া ফরিদপুরী।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ