ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

যুবলীগের ফুজিরাহ প্রাদেশিক শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
যুবলীগের ফুজিরাহ প্রাদেশিক শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত (দুবাই): সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফুজিরাহ প্রাদেশিক শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শারজাহ আল হুদাইবিয়াহ রেস্টুরেন্ট হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম।    

দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আল মামুন সরকার। আর আরব আমিরাতের সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আবুল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

ফুজিরাহ প্রাদেশিক শাখার আহ্বায়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- আমিরাতের কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোদ চৌধুরী শিবু।   

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ