ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে হঠাৎ শিলা বৃষ্টি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
দুবাইয়ে হঠাৎ শিলা বৃষ্টি

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চল ও মেগাসিটি দুবাইয়ে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। মাঝারি আকারের এ শিলা বৃষ্টির কারণে এসব এলাকার সড়ক প্রায় পুরোপুরি সাদা হয়ে যায়।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিট থেকে প্রায় অাধাঘণ্টা ধরে এ শিলাবৃষ্টি হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দুবাইয়ের আল খাওয়ানেজ, আবির, রাশিদিয়া, দেরা দুবাই, বার দুবাই এবং জেবেল আলী ও শারজার বিভিন্ন স্থানে এ শিলা বৃষ্টি হয়েছে।

দেরা দুবাইয়ে অবস্থানরত একাধিক বাংলাদেশি বাংলানিউজকে বলেন, শিলাখণ্ড অনেক বড় বড় ছিল। আমরা আমিরাতে অবস্থান করছি প্রায় সাত বছর। এইরকম শিলা বৃষ্টি আর দেখিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ