ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ভক্সওয়াগেন গলফ বিজয়ী বাংলাদেশি সাঈদ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আমিরাতে ভক্সওয়াগেন গলফ বিজয়ী বাংলাদেশি সাঈদ

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ডিউটি ফ্রি থেকে লটারির মাধ্যমে ভক্সওয়াগেন গলফ প্রথম বিজয়ী হলেন বাংলাদেশি মুহাম্মদ সাঈদ আহম্মেদ।  

সম্প্রতি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখল গ্রামের গাজী বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে প্রবাসী মুহাম্মদ সাঈদ আহম্মেদ এ ভক্সওয়াগেন গলফ প্রথম বিজয়ী হিসেবে একটি গাড়ি বুঝে পেয়েছেন।



আবুধাবি ডিউটি ফ্রি থেকে অনলাইনে লটারির টিকিট কেনার মাধ্যমে এ গাড়িটি জেতেন সাঈদ, যার বর্তমান বাজার মূল্য ৮০ হাজার পাঁচশ’ ৯৪ দেরহাম, বাংলাদেশি অর্থে ১৭ লাখ ৭৩ হাজার ৬৮ টাকা।  

নিজের অনুভূতি প্রকাশ করে মুহাম্মদ সাঈদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, সাড়ে তিন হাজারের মধ্যে আমি ভক্সওয়াগেন গলফ প্রথম বিজয়ী হবো তা কল্পনাও করিনি। এটি সত্যিই আমার জন্য স্বপ্নের মতো মনে হচ্ছে। এখন এ গাড়িটি আমার জীবনকে আরো উপভোগ্য করে তুলবে।  

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ