ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে আব্দুল গণির সুস্থতা কামনা করে দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
দুবাইয়ে আব্দুল গণির সুস্থতা কামনা করে দোয়া

ঢাকা: সিলেটের বিশিষ্ট আলেম ও হাড়িকান্দি মাদ্রাসার মুহতামীম খলিফায়ে বর্নভী শায়েখ আল্লামা আব্দুল গণির সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের আল আইন জাখের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



দোয়া মাহেফিলে আল আইনের বিভিন্ন মসজিদের ইমাম ও আল্লামা আব্দুল গণির ভাতিজা আব্দুল জলিল এবং আব্দুস শহিদসহ আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

মাহফিলে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা এবং শায়েখ আব্দুল গণির দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য শায়েখ আল্লামা আব্দুল গণি গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার জামুরাইল গ্রামের বাসিন্দা। বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসএ/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ