ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আমিরাতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে রাস আল-খাইমাহে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ মার্চ) স্কুল ক্যম্পাসে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।



এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোচনা, স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃতি। এছাড়াও রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‍আয়োজন করা হয়।  

স্কুলের শিক্ষক এম আজিজুর রহমানের সঞ্চালনায় সিনিয়র শিক্ষক এটি এম শাহানেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস আল-খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এমএ মুছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক সাহাব উদ্দীন ও প্রকৌশলী তাফাজ্জল।

পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কর‍া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে হয়।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ