ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বৃহত্তর চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আমিরাতে বৃহত্তর চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: আনন্দ-উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ‘আঁরা চাঁটগাঁইয়া, চাঁটগাঁ আঁরার’ ছিলো এবারের স্লোগান।



প্রায় দেড় হাজার প্রবাসীর অংশগ্রহণে শুক্রবার (১৮ মার্চ) দুবাই মাশরিফ পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়।

দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু ভিন্ন স্বাদ নিতে এ বনভোজনে চট্টগ্রাম প্রবাসী ছাড়াও আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে নানা পেশার প্রবাসী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেত‍ারা উপস্থিত ছিলেন।

বনভোজনে সঙ্গীতানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়ি ভাঙা, কমলার কোয়া গণনা, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী মুহাম্মদ আবু জাফর চৌধুরী বিজয়ীর হাতে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এরশাদ আলী হিরো, জাহাঙ্গীর আলম, তাহের ভুইয়া, বাবু শৈবাল বড়ুয়া ও মুহাম্মদ ওসমান।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ