ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আমিরাতে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

 

সেখানে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা হাজী শরাফত আলী।

এটিএম জায়েদ চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- আবুধাবী বিএনপির সভাপতি হাজী দিদারুল আলম, আবুধাবী বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সৈয়দ আমানুল কিবরিয়া, আল-আইন বিএনপির সাবেক সভাপতি হাজী রফিক আহমদ, দুবাই বিএনপির উপদেষ্টা প্রকৌশলী এম এ সালাম খান মোহাম্মদ নুরুল আবচার,  সারজা বিএনপির সাবেক সভাপতি এটিএম জায়েদ চৌধুরী, প্রকৌশলী ফিরুজ কায়সার,ওবায়দুল হক, শেখ সেলিম, প্রকৌশলী মোহাম্মদ আলী, আজিজুল ইসলাম রিটু, শাখাওয়াত হোসেন বকুল, প্রকৌশলী আবদুর রশিদ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, মোহাম্মদ ওসমান চৌধুরী, মোদাচ্ছের শাহ, আজমান বিএনপির সাবেক সভাপতি হাজী অহিদুল হক।

সভায় হাজী শরাফত আলীকে আহ্বায়ক প্রকৌশলী এম এ সালাম খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এটিএম জাহেদ চৌধুরীকে সদস্য সচিব করে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ