ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে প্রবাসী আওয়ামী লীগের প্রতিবাদ সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আমিরাতে প্রবাসী আওয়ামী লীগের প্রতিবাদ সভা

আবুধাবি: আবুধাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের চট্টগ্রাম অফিসে হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ এপ্রিল) আবুধাবির একটি হোটেলে এ প্রতিবাদ সভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ।

সৈয়দ খোরশেদের সঞ্চালনায় প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সেলিম।

সভায় উপস্থিত ছিলেন ফজলুল কাদের আজিম, এসএম ইদ্রিস, বেলায়েত হোসেন হিরু, ইলিয়াস জাফর, মোহাম্মদ দেলোয়ার, সেলিম নেওয়াজ, মঞ্জু তালুকদার, ফারুক রেজাইউনুস চৌধুরী, বোরহান উদ্দিন, ফারুক রেজা, মোহাম্মেদ জাবেদ, মোহাম্মেদ পিয়ারু, সজীব চৌধুরী,আরিফ, মহিউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা নানান ষড়যন্ত্র করছে। চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিসে হামলাও এ যড়যন্ত্রের একটি অংশ।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ