ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে দুতাবাসের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আমিরাতে দুতাবাসের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিনের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) রাজধানী আবুধাবির স্থানীয় এক হোটেলের হল রুমে আবুধাবি প্রবাসী কমিনিউটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খালেদ ইয়ারের সভাপতিত্বে ও নাছির তালুকদার ও মহিউদ্দিনের যৌথ পরিচালনায় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ  ইমরান।

সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুল, শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার, ড. রায়হান জামিল, শওকত আকবর, আলাউদ্দিন, গোলাম কাদের ইফতি, সেলিম, তৌহিদুল ইসলাম ফিরুজ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে কমিনিউটির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ