ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে পবিত্র শবে বরাত পালিত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ২২, ২০১৬
আমিরাতে পবিত্র শবে বরাত পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: আল্লাহর অশেষ কৃপা লাভের আশায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারাবিশ্বের মতো সংযুক্ত আরব-আমিরাতেও মুসলমানদের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালিত হয়েছে।

 

স্থানীয় সময় শনিবার (২১ মে) দিনগত রাতে ইবাদতে মশগুল ছিলেন দুবাই, আবুধাবি, আজমান, ফুজাইরাহ, শারজাহ, রাস আল-খাইমাহ এবং উম্মে আল-কাইওয়াইনে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।

আল্লাহর রহমত ও নৈকট্যর আশায় নামাজ, পবিত্র কোরান তেলাওয়াত, ওয়াজ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারা।

নামাজ শেষে আখেরি মোনাজাতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায় ঘ‍ূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ