ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে কবিতা মঞ্চের ইফতার মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জুন ৯, ২০১৬
আমিরাতে কবিতা মঞ্চের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের আয়োজনে শোকসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৮ জুন) আবুধাবি শহরের সেন্ট মেরিন রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এরআগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মোহাম্মদ মুছা।

সংগঠনের সাধারণ সম্পাদক মনির উদ্দিন মান্নার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কমিনিউটি নেতা আব্দুল মোতালেব।

আরো ছিলেন আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুর রাজ্জাক মোল্লা, স্কুলের অধ্যাপক এস এম আবু তাহেরসহ প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিকেরা।

অনুষ্ঠানে কবিতা মঞ্চের আমিরাত শাখার সদস্য কবি মাওলানা বেলাল উদ্দিনের অকালমৃত্যুতে তার স্মৃতিচারণ ও কবিতা পাঠ করেন অনেকে।

পরে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা এবং বেলাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
আরআইইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ