ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবিতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী-ইফতার মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আবুধাবিতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী-ইফতার মাহফিল

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) আবুধাবি ফুডল্যান্ড হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল মোতালেব।

সিনিয়র সদস্য সচিব বেলায়ত হোসেন হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ থেকে টেলিফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোসলেম উদ্দীন আহম্মেদ।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন গবেষক ও প্রবীণ আওয়ামী লীগের নেতা খালেদ ইয়ার।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সদস্য সচিব ফজলুল কাদের আজিম এবং বিশেষ আলোচক ছিলেন শৈবাল বড়ুয়া, সাংবাদিক নিমাই সরকার, এসএম ইদ্রিস, এসএম রফিকুল ইসলাম ও সু-প্রকাশ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, মোহাম্মদ আনোয়ার, জাফর উল্লাহ, মোহাম্মদ মহিউদ্দিন, দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম, গোলাম কাদের ইফতি, মঞ্জুর আলম তালুকদার, নূর হোসেন, শিপক বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন, শিল্পনগরী মোসাফফাহ উপকমিটির আহ্বায়ক এস এম ইউনুচ, ফারুক রেজা, সৈয়দ খোরশেদ, মামুনুর নূর, মোরশেদ আলম, সজীব তালুকদার, লিটন দাস, এসএম বেলায়েত হোসেন খোকন শাহ, মইন উদ্দিন চৌধুরী ফাহিম, খোরশেদ আলম, মোহাম্মদ এরশাদ, মুহাম্মদ পিয়ারু বুকুল, জাহেদ হোসেন, জালান উদ্দিন ও বোরহান উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ