ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আমিরাতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাত জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে রমজান উপলক্ষে উম্ম আল কোয়াইনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৪ জুন) স্থানীয় উম্ম আল কোয়াইন বুয়ালী রেস্টুরেন্ট হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মওলানা জাকির হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি কামাল হোসেন।  

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ আব্দুস সামাদ।  

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি রাজস বিশ্বাস ও সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী দিদার, দফতর সম্পাদক সোহেল আহমদ রাহেল, ক্রীড়া সম্পাদক আবুল হাসান বেলাল, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম কয়েস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক রহুল আমিন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সদস্য বাইছ আহমদ, বেলাল আহমদ, সোলেমান আহমদ প্রমুখ।  

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দুবাই আবির জকিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক হাজী মওলানা আব্দুল কাদির।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ