ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ঢাকা প্রবাসী সংগঠনের ইফতার মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
আমিরাতে ঢাকা প্রবাসী সংগঠনের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাত বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১ জুলাই) আল-আইন সানায়ায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম।

 

মাসুদ মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আমজাদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শেখ ইব্রাহিম, উপদেষ্টা জসিম উদ্দিন রুমী, বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের প্রচার সম্পাদক শেখ রফিক ও মিডিয়া সম্পাদক কাজী ফারুক প্রমুখ।

অন্যদের উপস্থিত ছিলেন, ফরিদ ভান্ডারী, মুহাম্মদ রাসেল, আবদুস সাত্তার, সোহেল খান, শহিদুল ইসলাম, আনিস খান, বেলায়েত হোসেন, জাকির হোসেন, ইসমাঈল দিদার, আলী আকবর, আলী ফারুক, তাবু গাজী, আলমগীর, মুহাম্মদ আবুল হোসেন, রুহুল আমিন, স্বপন বজলুর রহমান, শামীম মোক্তার, শফিকুল শফি, আলী আহমদ, রইস উদ্দিন, আবদুস সালাম হিরণ, নিজাম ঢালীসহ অনেকে।

সবশেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ