ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে 'অদম্য' সংগঠনের ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
আমিরাতে 'অদম্য' সংগঠনের ঈদ পুনর্মিলনী

আল-আইন: কর্মব্যস্ততার ফাঁকে পরবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আল আইনে ‘অদম্য-২০০৫’ সংগঠন আয়োজন করে ভিন্ন আঙ্গিকে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা।

বৃহস্পতিবার (০৭ জুলাই) আল আইনে অবস্থিত জাহলি পার্কে  অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমিরাতের বিভিন্ন প্রান্তে দায়িত্বরত ‘অদম্য-২০০৫’ সংগঠনের সদস্যরা।

সামছুদ্দিন হায়দারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক কামরুল হাসান জনি।

এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রবাসী সম্পাদক আবদুল হালিম, কার্যনির্বাহী সদস্য আরিফ হোসেন আরিফ, খুরশেদ আলম, আনোয়ার হোসেন সবুজ।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অদম্য সদস্য বাবলু শীল, জসিম উদ্দিন, মুসলিম উদ্দিন, নাসিম উদ্দিন, নাজিম উদ্দিন, আলা উদ্দিন, মামুন হোসেন, গোলাম আযম ও সেলিম উদ্দিন।

বক্তারা সংগঠনের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি স্ব স্ব অঞ্চলের সামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে নিজেদের অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।  

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ