ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
আমিরাতে স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (০৯ জুলাই) দুবাই ফনিক্স হোটেল হল রুমে দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আল মামুন সরকার।

দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর খালেদের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন।

উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলি, আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফাহাদ আলী।

এছাড়া আমিরাত সেচ্ছাসেবক লীগের‍ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, দুবাই আল-আবির যুবলীগের সভাপতি জাহেদুল করিম চৌধুরী, ইয়াছিন আরাফাত, হানিফ সিকদার ও  মুহাম্মদ রাশেদসহ আর অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ