ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে প্রসাসের ঈদ পুনর্মিলনী

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
আমিরাতে প্রসাসের ঈদ পুনর্মিলনী

দুবাই: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস)  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুবাই ড্রিম প্যালেস হোটেলের হল রুমে এ ঈদ পুনর্মিলনী হয়।

আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সাধারণ সম্পাদক সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল  ড. শাহ মুহাম্মদ তানভীর মনসুর।

প্রসাসের সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আমিরাতে অবস্থানরত প্রসাসের সম্পাদক-সদস্য, বিভিন্ন প্রবাসী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ