ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৩

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৩

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমিরাত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে হতাহতদের নাম জানা সম্ভব হয়নি। এমনকি কোনো বাংলাদেশি রায়েছেন কিনা তাও জানা যায়নি।

দুবাই ট্রাফিক পুলিশের পরিচালক সাইফ আল মাজরুই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিনিবাসে ২০ যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় রশীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলোদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ