ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আরব আমিরাতে চারতলা থেকে পড়ে কিশোরী আহত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরব আমিরাতে চারতলা থেকে পড়ে কিশোরী আহত

শারজাহ (আরব আমিরাত): সংযুক্ত আরব আমিরাতে একটি ভবনের চার তলার বারান্দার থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী।

মঙ্গলবার (২৬ জুলাই) স্থানীয় সময় সকালে শারজাহের আল-বুহাইরা কর্নিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোরীর নামপরিচয় জানা যায়নি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আল কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল-কুয়েতি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ড. ইসা আল মালামি বাংলানিউজকে জানান, ওই কিশোরীর শরীরের একাধিক অংশে জখমের চিহ্ন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ