ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমছে

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমছে

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১ আগস্ট থেকে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সে দেশের জ্বালানি মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রকাশিত এ ঘোষণা অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে বিশেষ গ্রেডের পেট্রোল (৯৮ অকটেন) প্রতি লিটার ১ দশমিক ৭৩ দিরহামে পাওয়া যাবে।

বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম ১.৮৮ দিরহাম। এছাড়া প্রতি লিটার সুপার গ্রেড (৯৫ অকটেন) পেট্রোল ১.৬২ দিরহামে পাওয়া যাবে। বর্তমানে এই গ্রেডের প্রতি লিটার পেট্রোলের দাম ১.৭৭ দিরহাম।

 

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে কম মূল্যের পেট্রোল ই-প্লাস গ্যাসোলিন (৯১ অকটেন) প্রতি লিটার ১ দশমিক ৫৫ দিরহামে পাওয়া যাবে, বর্তমানে এই গ্রেডের প্রতি লিটার পেট্রোলের দাম ১.৭০ দিরহাম।

এছাড়া প্রতি লিটার ডিজেল পাওয়া যাবে ১.৭৬ দিরহামে। ডিজেলের বর্তমান দাম ১.৮৫ দিরহাম।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ