ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

শারজায় ৩ রেস্টুরেন্টকে জরিমানা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
শারজায় ৩ রেস্টুরেন্টকে জরিমানা

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শিল্প এলাকায় পঁচা মাছ-মাংস এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশে সংরক্ষণ করে রাখায় তিনটি ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্টকে ১৫ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) শারজাহ নিরাপত্তা ও মিউনিসিপ্যাল পরিদর্শন বিভাগের চেয়ারম্যান  ইব্রাহিম আল-রাইস জানান, সম্প্রতি শারজার শিল্প এলাকায় আমাদের পরিদর্শন টিম অভিযান চালিয়ে তিনটি ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্টকে জরিমানা করে।

তিনি জানান, অভিযানে ছয় টনের বেশি মেয়াদোত্তীর্ণ মাংস, মাছ, মুরগির মাংস, ফল ও সবজি বাজেয়াপ্ত করা হয়েছে।

শারজাহ পৌরসভা (এসএম) মাঠ পরিদর্শন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আল-কাবি বলেন, বিভিন্ন যানবাহনে করে মেয়াদোত্তীর্ণ মাংস সস্তা দামে বিক্রির জন্য ছুটির দিনে (শুক্রবার) পৌরসভার শিল্প ও আবাসিক এলাকায় নেওয়া হয়।

মোহাম্মদ আল-কাবি শিল্প এলাকার বাসিন্দাদের প্রতি ৯৯৩ নম্বরে ফোন করে অবৈধ বিক্রেতাদের সম্পর্কে রিপোর্ট করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ