ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ভেজাল পণ্য জব্দ, আটক ৩

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
আমিরাতে ভেজাল পণ্য জব্দ, আটক ৩

 

রাস আল খাইমাহ: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ শহরে একটি বাগানবাড়ি ও গুদাম থেকে ৩৫ মিলিয়ন দিরহামের ভেজাল পণ্যসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে রাস আল খাইমাহ পুলিশ ও সিআইডি বিভাগের সদস্যরা।

সংশ্লিষ্ট পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে দুইজন চীনা পুরুষ ও একজন চীনা নারী।

রাস আল খাইমাহ পুলিশের ভারপ্রাপ্ত চিফ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার আবদুল্লাহ খামিস আল হাদিদি এক বিবৃতিতে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এএটি/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ