ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আঞ্জুমানের দ্বি-বার্ষিক সম্মেলন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আমিরাতে আঞ্জুমানের দ্বি-বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাত আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমিনের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ আগস্ট) আবুধাবির মরকজে আহলে সুন্নাতের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরব আমিরাত আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমিনের বিদায়ী সভাপতি হাফেজ আবদুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মুহাম্মদ নূরুল আমিন, হাফেজ মুহাম্মদ আজম, মওলানা মাহবুবুর রহমান হাবিবী, হাফেজ মওলানা জালাল উদ্দীন, মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, মুহাম্মদ ইকবাল, আলমগীর বাবু, মোহাম্মদ শফি সোহারাব হোসেন চৌধুরী, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আবুল হাশেম, আবু তাহের, মওলানা নূরুল আমিন ও মোহাম্মদ হারুনসহ প্রমুখ।

সম্মলেনে মুহাম্মদ নূরুল আমিনকে সভাপতি, স ম হারুনকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দীন সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন শেষে দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ তৈয়ব সিরাজী।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ