ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতের আজমান স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
আমিরাতের আজমান স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আজমান: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংযুক্ত আরব আমিরাতের আজমান শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বাবু রিকু শর্মাকে সভাপতি ও বাবু নয়ন শর্মাকে সাধারণ সম্পাদক করে আজমান শাখার এ কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আজমান রয়েল বার-বি-কিউ হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোক ও আলোচনা সভা শেষে এ কমিটি করা হয়।

এতে সভাপতিত্ব করেন আজমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আজমান শাখার আহ্বায়ক বাবু রিকু শর্মা।

দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ খালেদ ও আজমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের য‍ুগ্ম আহ্বায়ক বাবু নয়ন শর্মার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন।

সভায় প্রধান বক্তা ছিলেন, আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ আলী।

সভায় বিশেষ অতিথি ছিলেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলী, আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সবুজ, দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাব উদ্দিন, আমিরাত আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হানিফ তালুকদার, দুবাই বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক আনছার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুবাই স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল, ইয়াসিন আরাফাত, আনোয়ার, আবু হেনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ