ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) শারজাহ আল-বাইতি রেস্টুরেন্ট হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ড. শাহ মুহাম্মদ তানভীর মনসুর রনি।

শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্‌ মুহাম্মদ মাকসুদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সভায় আমিরাতে অবস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ