ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাত উম্ম আল-কোয়াইন আওয়ামী লীগের সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
আমিরাত উম্ম আল-কোয়াইন আওয়ামী লীগের সভা

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কোয়াইন আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে উম্ম আল কোয়াইন স্থানীয় একটি হোটেল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উম্ম আল-কোয়াইন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আল মামুন সরকার।

সাধারণ সম্পাদক এহসানুল হক চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আমিরাত আওয়ামী লীগ-যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম।

সভার শুরুতে আল-কোরান থেকে তেলাওয়াত করেন উম্ম আল-কোয়াইন আওয়া আমিরাত উম্ম আল-কোয়াইন আওয়ামী লীগের সহ-সভাপতি উমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী অনুকুল রাম, আজমান যুব লীগের ভারপ্রাপ্ত  সভাপতি মুহাম্মদ আবুল কালাম ভুঁইয়া, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শহিদ, আল-আবির আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এনামুল হক চৌধুরী, আবুধাবি  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন রুপন শরমা, বদরুল আলম, মুহাম্মদ মিজান, মাসুদ আহম্মদ মুরাদ, বাবু রবিন্দ্র বিশ্বাস, সেলিম বেপারি, মুহাম্মদ হোসেন মানু, তুফাইল আহম্মদ সেলিম, আসগর আলী, আবুল কালাম আজাদ, নাওশাত মামুন, মুক্তিযোদ্ধা আলী আকবার ও হেলাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ