ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

শারজাহ গাউছিয়া কমিটির অভিষেক

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
শারজাহ গাউছিয়া কমিটির অভিষেক

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রাদেশিক শাখা গাউছিয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৯ আগস্ট) বাদ জুমা শারজাহ স্থানীয় একটি গ্যারেজ হল রুমে এ অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াছিন।

আবুধাবি গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক জানি আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত গাউছিয়া কমিটির সভাপতি আইয়ুব।

কমিটির ধর্ম সম্পাদক আব্দুল করিমের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অভিষেকে নাতে মোস্তাফা পেশ করেন দুবাই গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক আতাউর রহমান।

বক্তব্য রাখেন আবুধাবি গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, আল-আইন গাউছিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শফিউল আলম, শারজাহ গাউছিয়া কমিটির উপদেষ্টা আলমগীর বাবু, আজমান গাউছিয়া কমিটির সভাপতি মুবারক, মুসাফফাহ গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক জাসিম, আমিরাত গাউছিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ হারুনসহ আরো অনেকে।

সবেশেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ