ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) শারজাহ আল-বাইতি রেস্টুরেন্ট হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনস্যুলার মুহাম্মদ মেহেদুল ইসলাম।

শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন।

সংগঠনটির সদস্য সচিব মুহাম্মদ ওয়াহেবুল মোস্তফা চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম, দুবাইয়ের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মু্ক্তিযোদ্ধা হাজী মুনির, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মুহাম্মদ আলম, মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ মুনিরুজ্জামান মুনির।

এ সময় আরও বক্তব্য রাখেন- মুহাম্মদ ইকবাল হোসেন, মুহাম্মদ  নাজমুল, মুহাম্মদ ইয়ার মোহাম্মদ, মুহাম্মদ সাহাবুদ্দিন ও মুহাম্মদ মোজাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ