ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আজমান আওয়ামী লীগের শোকসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
আমিরাতে আজমান আওয়ামী লীগের শোকসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আজমান: সংযুক্ত আরব আমিরাতে আজমান আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) আজমান সিন্ধি হোটেল হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।



আজমান আওয়ামী লীগের সভাপতি এম বখতিয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন।

আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মদ ও কমিটির সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মুকিদের যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম।

বিশেষ  অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজাদ, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, আজমান আওয়ামী লীগের সহ-সভাপতি মোকলেসুর রহমান, কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের সহ-সভাপতি নুর হোসেন, দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন মোহরি।

সভায় বক্তব্য রাখেন, আবু জাফর ইকবাল, সাওকাত হোসেন, জাবেদুল ইসলাম, হাবিব উল্লাহ রাসেল প্রমুখ।

আবু ইবনে জাবের, মুহাম্মদ রফিক, মুহাম্মদ আলী, রাজিব, মুহাম্মদ রশিদসহ আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে নেতারা উপস্থিত ছিলেন।
পরে ১৫-২১ আগস্টে যারা শহীদ হন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আজমান আওয়ামী লীগের ধর্ম সম্পাদক মুহাম্মদ আব্দুর রাহিম।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ