ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাড়ছে পেট্রোল, কমছে ডিজেলের দাম

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
আমিরাতে বাড়ছে পেট্রোল, কমছে ডিজেলের দাম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে পেট্রোলের দাম বাড়ছে এবং ডিজেলের দাম কমছে। আমিরাতের জ্বালানি মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এ নতুন দাম কার্যকর হবে আগামী ০১ সেপ্টেম্বর।

প্রকাশিত এ ঘোষণা অনুযায়ী, আগামী ০১ সেপ্টেম্বর হতে পেট্রোলে সুপার-৯৮ প্রতি লিটার ১.৭৩ দিরহাম থেকে ১.৭৫ দিরহাম, স্পেশাল-৯৫ প্রতি লিটার ১.৬২ দিরহাম থেকে ১.৬৪ দিরহাম হবে আর ইপ্লাস-৯১ প্রতি লিটার ১.৫৫ দিরহাম থেকে বেড়ে প্রতি লিটার ১.৫৭ দিরহাম হবে।

অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটার ১.৭৬ দিরহাম থেকে কম করে প্রতি লিটার ১.৭২ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ