ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাই বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
দুবাই বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুবাই জেকি রেস্টুরেন্ট হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলি।

দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল। বিশেষ অতিথি আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুহাম্মদ ইসমাইল গনি চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাস আল-খাইমাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা পিয়ার মুহাম্মদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা সাইফুদ্দিন আহম্মদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আজম খান, শারজাহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি কামাল উদ্দিন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আবু হেনা চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ সেলিম সিআইপি, রাস আল-খাইমাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, ও আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জিসিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ