ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ের আল-আবির আ’লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
দুবাইয়ের আল-আবির আ’লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দুবাই: সংযুক্ত আরব আমিরাত ভেজিটেরিয়ান মার্কেট দুবাই আল-আবির আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) আল-আবির বি অ্যান্ড বি হোটেল হল রুমে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

দুবাই আল-আবির আওয়ামী লীগের আহ্বায়ক হাজি আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন।

সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ দুবাই আল-আবির শাখার ২০১৬-২০১৮ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে হাজি আনিছুর রহমানকে সভাপতি, মুহাম্মদ ইকবাল হোসাইনকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ বাবুল আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল-আবির আওয়ামী লীগের সহ-সভাপতি  মুহাম্মদ আম্বিয়া, আমিরাত আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাজী মুনির, আল-আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আমিরাত আওয়ামী লীগের যুগ্ম আহবান ইকবাল বকুল, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুর হক হাবিব, শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মুহাম্মদ শাহজাহান মিয়াজী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, আজমান আওয়ামী লীগের সভাপতি এম বখতিয়ার হোসাইন, আল-আইন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন আনু।

সম্মেলনে আবুধাবি, দুবাই, শাহরজা, ফুজিরাহ, রাস আল-খাইমাহ, আজমান এবং আমিরাতের বিভিন্ন বিভাগের আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠেনর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
জিপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ